ট্যাংকের তলা থেকে ময়লা অপসারণ এর উপাই
ট্যাংকের তলা থেকে ময়লা অপসারণ এর উপাই
আগের পর্ব গুলোতে আমি বলেছি ট্যাংক কি করে তৈরী করবেন, এবং ট্যাংক তৈরীর পরে কি কি কাজ আছে।এবার আমি বলবো যাদের ট্যাংক আগে থেকেই তৈরী করা ছিলো কিন্তু সঠিক নিয়মে তৈরী করা ছিলো না তাদের বিষয়ে।
যাদের ট্যাংক এর তলা ময়লা বের করার জন্য ঢালু না করে ঘরের মেঝের মতো সমান করে তৈরী করেছেন, তাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নিচের ময়লা টা সম্পূর্ণ রূপে পানির সাথে বের হয়ে আসে না। এতে করে পানিতে অক্সিজেন এর ঘাটতি দেখা দেয়। যেহেতু আমার নিয়মে শুধু পানি পরিবর্তন করেই মাছ চাষ করা হয়, তাই এই পদ্ধতিতে প্রতিদিন ২৫% পানি পরিবর্ত্ন করার উদ্দেশ্য হচ্ছে যাথে করে মাছের মল ও ময়লা গুলো পানির সাথে বের হয়ে যায়।
উপাইঃ-
আমি আজ আপনাদের বলবো সব থেকে সহজ এবং কম খরচের একটি উপাই। যা দিয়ে আপনারা খুব সহযে ট্যাংকের নিচের ময়লা বের করতে পারেন।আগের দিনে ড্রাম থেকে তেল নামানোর জন্য একটি নল ব্যবহার করা হতো। ঠিক একি নিয়মে আমিও নল দিয়ে ট্যাংকের নিচের ময়লা টা বের করে আনি।এ ক্ষেত্রে একটু মোটা নল ব্যবহার করতে হবে।
নল টাকে ট্যাংকের পানিতে সম্পূর্ন ডুবিয়ে নিয়ে নল টা ভর্তি করতে হবে। এর পরে নলের একটি মুখে হাত দিয়ে চেপে ধরতে হবে জেনো পানি কোন দিকে যাতায়াত করতে না পারে। এবার সেই ধরা মাথা টা ট্যাংকের বাহিরে এনে মাটির দিকে নামিয়ে দিয়ে ছেড়ে দিয়েলেই ট্যাংক থেকে পানি বের হওয়া শুরু করবে।
এবার নলটির অপর মাথা ট্যাংকের পানির নিচে ট্যাংকের মেঝেতে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নরা চরা করলেই দেখতে পারবো ময়লা গুলো নল দিয়ে বের হয়ে আসা শুরু করেছে। এভাবে ট্যাংকের সব খানে ঘুরিয়ে ঘুরিয়ে ময়লা গুলো বের করা সম্ভব।
কোন মন্তব্য নেই