Header Ads

মাছের জন্য কার্যকরি জীবানুনাশক

মাছের জন্য কার্যকরি জীবানুনাশক  

 মাছের সবচেয়ে বড় যে রোগ , তা হলো ভাইরাস এর আক্রমণ। এর থেকে পরিত্রান পেতে অনেক রকম এর পদক্ষেপ ব্যবহার করা হয়ে থাকে। 


  

              

 কিন্তু এর মধ্যে সব চেয়ে কার্যকরি জীবাণুনাশক খুজে পাওয়া চাষিদের জন্য একটু কঠিন।  আজ আমি সেই ঔষধ সম্পর্কে আপনাদের জানাবো। 




সর্বাধিক ব্যবহার হওয়া জীবানুনাশক হিসেবে SK+F কোম্পানির মাইক্রনিল হচ্ছে সেরা। এর উপাদান হিসেবে রয়েছে বেনজালকোনিয়াম ক্লোরাইড। যা মাছের ভাইরাস, ব্যকটেরিয়া, ছত্রাক ও পরজীবি জনিত রোগ প্রতিরধ করে।

                  

পুকুর প্রস্তুতিতেও এটি ব্যবহার হয়ে থাকে।  প্রতি বিঘা তে ২০০ মি. লি. হারে পুকুরে প্রয়োগ করতে হয়। তবে আমি যেহেতু  ট্যাংকে শিং চাষ করি তাই আমি ট্যাংকের মাপ টাই বলবো। আমি প্রতি ১০০০ লিটার পানিতে ১ মি. লি.  করে ব্যবহার করি প্রতি ১ মাস পরে পরে। তবে রোগ আক্রান্ত হলে সেই ক্ষেত্রে প্রয়োগের ৭ দিন পরে আবার আর একবার প্রয়োগ করতে হবে । এবং পরবর্তিতে ১ মাস পরে পরে ব্যবহার করতে হবে।

 


প্রয়োগবিধি  বুঝতে কারো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন । আমি উত্তর দিয়ে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ।

আবার নতুন কোন বিষয়ে কথা হবে আরেক দিন। আজকের মতো আল্লাহ হাফেজ।



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.