Header Ads

ছাদে রঙিন মাছ চাষ

 
ছাদে রঙিন মাছ চাষ 
 বর্ত্মানে রঙিন মাছ চাষ আমাদের দেশে বেপক সারা ফেলেছে। কম বেশি দেশের সব এলাকাতেই এখন রঙিন মাছ চাষ শুরু হয়েছে। একসাথে এসব চাষ হচ্ছে পুকুর সহ বিভিন্ন ট্যাংকে ও। কিন্তু ছাদে এর চাষ খুব কম। আজ আমি ছাদে রঙিন মাছ চাষ করে এমন একজনের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো।

 
আজ আমি কথা বলবো জয়পুরহাট জেলার পাঁচবিবি থাকার বড় পুকুরিয়া গ্রামের জামাইন ভাই এর ব্যপারে। জিনি তার বাসার ছাদে রঙ্গিন মাছের ২০ টি ট্যাংক করেছে । ১ বছর ধরে তিনি এই মাছ চাষ করে আসছেন।  ১ বছরে তিনি সল্প খরচে গড়েতুলেছেন এই রঙিন মাছের খামার। প্রাকৃতিক নিয়মে তিনি বাত্রাজ এর মাধ্যমে রঙ্গিন মাছের ডিম থেকে রেনু ফুটিয়ে কালচার করছেন এই সব রঙিন মাছ। 
 
একি সাথে তিনি ছাদের উপরেই তৈরী করেছেন দেশীয় মাছের হেচারী। যেখানে তিনি  কৈ, শিং, মাগুর, টেংরা, ইত্যাদি দেশি মাছের ডিম থেকে রেনু পোনা উৎপাদন করে থাকেন । তার এই সফলতার জয়গান করছেন এলাকার সকলেই। 
ছোট ছোট ২০ টি ট্যাঙ্ক এ তিনি ৩ ধরনের রঙিন মাছ একসাথে চাষ করছেন। বর্ত্মানে তার এখানে আছে, টাইগার ফিস, গোল্ড ফিস, কৈ কার্প। আমরা তার আরো সাফল্য কামনা করছি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.