ট্যাংকে মাছ চাষে অক্সিজেন এর ব্যবহার
ট্যাংকে অক্সিজেন কেনো ব্যবহার করার দরকার পরবে না
এই একটি প্রশ্ন আমি প্রায়ই পেয়ে থাকি। আজ আমি এই বিষয়েই কথা বলবো।
সবার আগে আমাকে জানতে হবে অক্সিজেন কি? অক্সিজেন কোথায় কোথায় পাওয়া যায়? এবং মাছ কোন প্রক্রিয়াতে অক্সিজেন গ্রহন করে? এই ৩ টি প্রশ্নের উত্তর জানা থাকলে ট্যাংকে অক্সিজেন লাগবে কি লাগবে না তা জানতে সহজ হবে।
অক্সিজেন হচ্ছে প্রতিটি জীবের বেঁচে থাকার প্রথম এবং প্রধান উপাদান। উদ্ভিদের সালোকসংশ্লেষনের সময় অক্সিজেন তৈরী হয়। তার মানে এটি বাতাসে থাকে। এবার আসি মাছ কি কোন প্রক্রিয়াতে অক্সিজেন গ্রহন করে। বাতাসে যেমন অক্সিজেন মিশে থাকে, তেমনি পানিতেও অক্সিজেন মিশে থাকে। মাছ তার ফুলকার সাহায্যে সেই অক্সিজেন পানি থেকে আলাদা করে তার জন্য ব্যবহার করে থাকে।
এবার আসি মূল কথায়। যখন আমরা পুকুরে মাছ চাষ করি তখন আপরা অক্সিজেন দেইনা কেনো ? নদী বা সাগরে এতো এতো মাছ থাকে, তাদের জন্য আলদা অক্সিজেন লাগেনা কেনো? উত্তরে হয়তো আপনি বলবেন সেখানে কম ঘনত্বে মাছ আছে বলে অক্সিজেন লাগেনা। কথা টা একদম সত্যি। মাছ বেশি ঘনত্বে রাখলে তাতে অক্সিজেন এর ঘাটতি দেখা দিতে পারে। এই কারনেই কেবল অক্সিজেন ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু আমার এই নিয়মে আমি প্রতিনিয়ত পানি পরিবর্ত্ন করি। যার ফলে পানিতে কখনো অক্সিজেন এর ঘাটতি থাকেনা। আর কেবল তাই আমার এই পদ্ধতিতে ট্যাংকে আলাদা করে অক্সিজেন দেয়ার প্রয়োজন হয় না। কিন্তু অন্য প্রক্রিয়া গুলোতে যখন মাছ চাষ করা হয়ে থাকে তখন পানিতে আরো অনেক উপাদান মিশিয়ে পানিতে অক্সিজেন এর ঘাটতি তৈরী করা হয়। যার ফলে ঐ ট্যাংক এ বা ঐ পদ্ধতিতে মাছ চাষ করতে অক্সিজেন ব্যবহার করতে হয়। আর তার ফলে অনেক অনেক দামে এয়ারেটর কিনে অনেক অনেক টাকা খরচ করে মাছ চাষ করতে এসে লসের মুখে পরে মাছ চাষের উপরে আস্থা হারিয়ে ফেলেছেন অনেকেই। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা ট্যাংক গুলো কে না ফেলে রেখে এই সহজ নিয়মে মাছ চাষ শুরু করুন।
বিস্তারিত জানতে ঘুরে আসুন আমার ইউটিউব চ্যানেল মাছওয়ালা The Fisherman থেকে।
কোন মন্তব্য নেই