Header Ads

বায়োফ্লক বা অক্সিজেন ছাড়া মাছ চাষে পানি দুষিত এবং দূর্গন্ধ হলে করণীয়

 বায়োফ্লক বা অক্সিজেন ছাড়া মাছ চাষে পানি দুষিত এবং দূর্গন্ধ হলে করণীয়

বায়োফ্লক বা অক্সিজেন ছাড়া মাছ চাষ এর ক্ষেত্রে যাদের যাদের পানিতে দূর্গন্ধ হয় বা পানি বেশি দুষিত হয় তার থেকে পরিত্রান পাবার উপাই সম্প্ররকেই আজ বলবো


 
আমার আগের লেখা গুলো যারা পড়েছেন তারা অবশ্যই  জেনে থাকবেন যে এই পদ্ধতিতে শুধু মাত্র পানি পরিবর্ত্ন করেই মাছ চাষ করা হয়ে থাকে। এই ক্ষেত্রে যাদের পানি তে এই প্রবলেম গুলো হয়ে থাকে, তারা কেবল মাত্র নিয়মিত পানি না পরিবর্তন করার করনেই  পানি দূষিত বা দূর্গন্ধ হয়ে থাকে।    

 

তাই এর থেকে পরিত্রান পাওয়ার একমাত্র এবং প্রধান উপাই হচ্ছে প্রতিদিন ট্যাংক থেকে ২৫% ( ৪ ভাগের ১ ভাগ ) পরিবর্তন করতে হবে। অনথায় পানিতে এমন গন্ধ হতেই থাকবে।

যেহেতু আমরা এখানে খুব কম খরচে মাছ চাষ করে থাকি তাই এই সামান্য কাজ টি প্রতিদিন করলেই কিন্তু আমাদের পানি আর নষ্ট হবে না।

1 টি মন্তব্য:

Blogger দ্বারা পরিচালিত.