বায়োফ্লক বা অক্সিজেন ছাড়া মাছ চাষ এ সিমেন্ট এর ট্যাংক শোধন এর সম্পূর্ন প্রক্রিয়া
অক্সিজেন ছাড়া মাছ চাষ এ মাছ ছাড়ার আগে ট্যাংকটাকে কি করে শোধন করবেন আজ আমি সেটাই বলবো।
ট্যাং তৈরীর পরের ধাপ হচ্ছে ট্যাংক শোধন করা। যেহেতু আমরা সিমেন্ট ব্যাবহার করবো তাই এটা কে আমরা ২ দিন শোধন করবো। এর জন্য যা যা উপকরন লাগবেঃ-
১/ চুন
২/ পটাশ
ট্যাংক শোধন এর ভিডিও দেখতে এখানে ক্লিক করুন
১০ ফিট থেকে ১০ ফিট ট্যাংক এর জন্য চুন নিতে হবে ২০০ গ্রাম এবং পটাশ নিবো ৫ গ্রাম।চুন এবং পটাশ একসাথে আমরা একটি পাত্রে পানির সাথে মিশিয়ে নিবো। চুন শরির এর জন্য ক্ষতিকর তাই বিশেষ ভাবে শতর্ক থাকতে হবে । ভালো ভাবে মিশিয়ে নিয়ে তা ট্যাংক এ ভিতরের অংশে ছরিয়ে দিতে হবে। এমন ভাবে ছরিয়ে দিতে হবে যাতে করে ট্যাংক এর সব অংশে চুন এর পানি টা পরে। এই অবস্থায় ২৪ ঘন্টা শুকিয়ে নিতে হবে। ২৪ ঘন্টা পরে ট্যাংক ফুল করে পানি দিয়ে রেখে দিবো আরো ২৪ ঘন্টা। ২৪ ঘন্টা পরে সব পানি ছেরে দতে হবে এবং সব চুন ভালো ভাবে ধুয়ে পরিস্কার করে হবে যাতে ট্যাংকে কোন চুন না লেগে থাকে। এর পর যেদিন মাছ ছাড়বো সেইদিন নতুন পানি যুক্ত করেই মাছ ছাড়া যাবে ।
যদি আপনি পাখি প্রেমি হন তবে নিচের লিংক এ ক্লিক করুন। এবং আমাদের সাথেই থাকুন।
thanks
উত্তরমুছুনঅনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমার সাথেই থাকবেন আশা করি।
মুছুন