বায়োফ্লক বা অক্সিজেন ছাড়া মাছ চাষে ট্যাংক এবং পানির উচ্চতা
বায়োফ্লক বা অক্সিজেন ছাড়া মাছ চাষে ট্যাংক এবং পানির উচ্চতা
আমার আগের
পোষ্টে আমি ট্যাংক কি ভাবে বানাবেন তাই নিয়ে আলোচনা
করেছি। আজ আমি এই পর্বে আপনাদের জানাবো
ট্যাংক এর
উচ্চতা এবং পানির উচ্চতা সম্পর্কে।
যখন
সিমেন্ট দিয়ে ট্যাংক তৈরী করবেন তখন এর উচ্চতা রাখার চেষ্টা করবেন ৪ ফিট। দৈর্ঘ্য
প্রস্ত যাই হউক না কেনো পানির উচ্চতা টা ৪
ফিট হলে ভালো হয়।
ট্যাংক যদি ৪ ফিট উচ্চতার তৈরী করেন তখন এই ট্যাংক এ পানি রাখা যাবে ৩.৫ ফিট। ট্যাংকে পানি সম্পূর্ন ভরিয়ে দেয়া যাবেনা। কারন বৃষ্টির সময় ঝামেলা হতে পারে।
তবে যদি
আপনাদের ট্যাংক করতে ৪ ফিট উচ্চতা রখার ক্ষেতে কোন অসুভিধা থাকে তবে ৩ ফিট ও করতে পারেন। সেই ক্ষেত্রে পানি
থাকবে ২.৫ ফিট। তবে ৪ ফিট করাই ভালো।
কোন মন্তব্য নেই