বায়োফ্লক বা অক্সিজেন ছাড়া মাছ চাষ পর্ব ১
যারা আমার সাথে যুক্ত আছেন, কিন্তু বায়োফ্লক বা অক্সিজেন ছাড়া মাছ চাষে কোন কাজের পরে কোন কাজটি করতে হবে তা জানেন না। তাদের জন্য আমি এই পর্ব শুরু করছি।এখানে আমি আপনাদের পর্যায় ক্রমে সকল ধাপ শেখানোর চেষ্টা করবো। আজ তার প্রথম পর্ব । তাহলে চলুন শুরু করি মুল আলোচনা।
সর্বপ্রথমে আপনাকে চিন্তা করতে হবে আপনি কোন পদ্ধতিতে মাছ চাষ করতে চান। সেই অনুসারে আপনাকে ট্যাংক তৈরী করতে হবে। আমি যেহেতু অক্সিজেন বা বায়োফ্লক ছাড়া মাছ চাষ করি , তাই আমি আপনাদের এই পদ্ধতিতেই কাজ করতে বলবো। এই বিষয়ে গুগল বা ইউটিউবে খুজলেই অনেক ধরনের ট্যাংক এর ধারনা পাবেন। কিন্তু আমি রিকোমান্ড করি আপনার জায়গা অনুসারে যেকোন ট্যাংক হলেই মাছ চাষ করা সম্ভব। তাই নিজের মতো করে ট্যাংক তৈরী করে নেওয়াটাই ভালো। এই বিষয়ে আমার একটি ভিডিও আছে ইউটিউবে। চাইলে তা দেখে আসতে পারেন নিচের লিংক থেকে।
তবে বলে রাখা ভালো , আপনি চাইলে পলিথিন বা তিরপাল দিয়েও মাছের ট্যাংক তৈরী করে নিতে পারেন। এই ক্ষেত্রে দীর্ঘ সময় চাষ করতে ইট সিমেন্ট দিয়ে ট্যাংক তৈরী করাই ভালো। আপনি চাইলে গোলাকার বা চৌবাচ্চা দুই ভাবেই ট্যাংক তৈরী করতে পারেন। তবে যেই ভাবেই করেন না কেনো। অবশ্যই আপনাকে পানির আউট লাইন সঠিক নিয়মে সেট করতে হবে। এমন ভাবে করতে হবে যাতে করে ট্যাংক এর সকল ময়লা একস্থানে জমা হয় এবং আউট লাইন খুলে দিলেই সব ময়লা বের হয়ে আসে। এই আউটলাইন সঠিক নিয়মে না তৈরী করতে পারলে এই পদ্ধতিতে মাছ চাষ করা আপনার জন্য অনেক কষ্টকর হবে। কারন এই পদ্ধতিতে প্রতিদিন ২৫% করে পানি পরিবর্ত্ন করতে হয়।
পরবর্তি পর্বে আমরা আলোচনা করবো এর পরের ধাপ গুলো নিয়ে ।
বায়োফ্লক বা অক্সিজেন ছাড়া মাছ চাষের সকল ভিডিও দেখতে এখানে ক্লিক করুন
কোন মন্তব্য নেই